কোনটা ব্যবহার করবেন হেডফোন নাকি ইয়ারফোন

banner

#Pravati Sangbad Digital Desk:

বাসে ট্রেনে যাতায়াত থেকে শুরু করে ঘরে বসে অবসর সময় কাটানোর জন্য আমরা অনেকেই হেডফোন কিনে থাকি। যেটা ট্রেনে মাসে গেলেও ব্যাগের মধ্যে করে সহজেই নিয়ে যাওয়া যায়। কিন্তু আমরা প্রত্যেকেই ভুল করে বলি হেডফোন কিন্তু না ওটা হল ইয়ারফোন যার মধ্যে দুটি পরিমাপ করা তার থাকে এবং তারের মাথায় ৩.৫ মিলিমিটারের একটি অডিও জ্যাক থাকে, এবং দুটি স্পিকার লাগানো থাকে কানের মাপ অনুযায়ী যাতে ওগুলি আমাদের কানে পুরোপুরি ফিট হয়ে যায়, এবং সাথে থাকে দুটি রাবার যার কারণে কানে লাগানোর পর সেটি আরামদায়ক হয়। ইয়ারফোনের মাঝে থাকে একটি ভলিউম বাটন বা মাইক্রোফোন থাকে, যাতে ফোন আসলে ফোন কথাও বলা যায়, এদেরকে ওয়ারলেস এয়ারফোন বলে। তবে এবার বাজারে আসছে জ্যাক ছাড়া ইয়ারফোন যেটি ব্লুটুথ এর সাহায্যে ব্যবহার করতে হবে। তবে হেডফোনেরো কিছু বৈশিষ্ট্য আছে যেগুলি আমরা ইয়ারফোনের সাথে গুলিয়ে ফেলি, তাহলে চলুন জেনে নেই চেহারার পার্থক্যে হেডফোন ঠিক কিরকম এবং গুণগত পার্থক্য হিসেবেও হেডফোনের কিছু বৈশিষ্ট্য জেনে নিই। তবে হেডফোনে ও তার লাগানো থাকে ঠিকই কিন্তু সেটাকে কানের কোঠারি লাগাতে হয় না কানের ওপর থেকে গান শোনা যায় এই হেডফোনের মাধ্যমে। হেডফোনে থাকে ফোম এর একটা গোলাকার গ্রিপ এবং দুইপাশের ইয়ারবাড দুটিকে আটকে রাখার জন্য একটি হ্যান্ডেল থাকে। যাতে এটি সহজেই মাথার উপর দিয়ে কানে লাগানো যেতে পারে। তবে ইয়ারফোনের থেকে হেডফোনের নয়েজ ক্যান্সেলেশন ভালো হয়। তবে এর একটি মাইনাস পয়েন্ট হলো অতিরিক্ত ঘামের কারণে ইয়ারবার্ডগুলি নষ্ট হয়ে যায়। তাই যারা অতিরিক্ত ঘামেন তাদের জন্য হেডফোন ব্যবহার করাটা একটু কষ্টকর। তাই কষ্ট এরাতে তারা ব্যবহার করতে পারেন ইয়ারফোন।

Journalist Name : Joly Pramanick

Tags: